গোলাপগঞ্জে পৌরসভার মেয়র উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৮

গোলাপগঞ্জে পৌরসভার মেয়র উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ পৌরসভা উপনির্বাচনে মনোনয়নপত্র বৈধ হওয়া ৪জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে গোলাপগঞ্জ নির্বাচন কমিশন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তফসিল অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওইদিন মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারমধ্যে ১ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়। বৈধ ৪ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু নৌকা, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম রাবেল জগ, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস নারিকেল গাছ, পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন মোবাইল প্রতিক পেয়েছেন। ইতিমধ্যে প্রতীক পেয়ে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। গোলাপগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৬শ ৩২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০হাজার ৯শ ৫৮ জন ও মহিলা ভোটার ১০হাজার ৬শ ৭৪ জন। গোলাপগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম জানান, গত ৩ সেপ্টেম্বর পৌরসভা নির্বাচনে তফশীল ঘোষণা করা হয়। প্রার্থীরা ৯ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমা দেয়। প্রার্থীতা যাচাই-বাছাই করা হয় ১০ সেপ্টেম্বর । প্রত্যাহারের তারিখ ছিল ১৭ সেপ্টেম্বর। সর্বশেষ প্রার্থীদের মাঝে আজ প্রতিক বরাদ্দ করা হয়। উল্লেখ, গত ৩১ মে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করায় মেয়র পদটি শূন্য হয়। শূন্য পদে নির্বাচনের জন্য তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩ অক্টোবর পৌর মেয়র পদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন


আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..