সিলেট ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮
সিলেট :: সিলেট মহানগর হকার্স লীগের এক জরুরী সভা গত ১০ সেপ্টেম্বর সোমবার বিকেলে হকার্স লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর হকার্স লীগের সভাপতি মোঃ সফিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেল। সভায় সিলেট মহানগর হকার্স লীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা ক্রমে সর্বসম্মতিতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকায় সিলেট মহানগর হকার্স লীগের সহ-সভাপতি মোঃ রকিব আলীকে সহ সভাপতি পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে তার সদস্য পদ বাতিল করা হয়। সভায় বলা হয় রকিব আলীর অপরাধ মূলক কোন কাজের দায়ভার সিলেট মহানগর হকার্স লীগ নিবে না।
উল্লেখ, মোঃ রকিব আলী সরকারী প্রতিষ্ঠান সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে ডুকে নেক্কারজনক কার্যকলাপ ও আইন বিরোধ কর্মকান্ড করায় সিলেট মহানগর হকার্স লীগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সিলেট মহানগর হকার্স লীগের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd