সিলেট ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা গোলাম সোহরাব দোদুল। এই সিনেমার কাহিনী ও চিত্রনাট্যও তৈরি করেছেন গোলাম সোহরাব দোদুল নিজেই। আপাতত ছবিটির নাম ঠিক হয়েছে ‘সাপলুডু’। এই সিনেমায় বেশ কিছু চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন এই নির্মাতা। থাকবে শিল্পী নির্বাচনে তারকাবহুল একটি তালিকা।
তবে এ মুহূর্তে তার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নতুন প্রজন্মের দুই তারকা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। গতকাল রোববার বিকেলে এই ছবির নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ, চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা মিমও। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সিনেমায় জুটি হচ্ছেন তারা। এর আগে মোহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ সিনেমায় কাজ করেছিলেন জুটি। এবার তারা হাজির হবেন অ্যাকশন থ্রিলারধর্মী ‘সাপলুডু’ ছবিতে।
ছবিটি নিয়ে দোদুল বলেন, ‘সিনেমাটিতে বেশ কিছু চমক থাকবে। একে একে জানাবো সব। আমাদের দেশে অ্যাকশন থ্রিলার গল্পের ছবি কম হয়েছে। নতুন কিছু নিয়েই হাজির হতে যাচ্ছি। আমার প্রথম ছবি বলেই অনেক মনযোগ ও ভালো প্রস্তুতি নিচ্ছি।’
শুভ ও মিম প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমার প্রথম ছবির যাত্রায় শুভ ও মিমকে পেয়ে ভালো লাগছে। তারা আমাদের দেশে পরিচিত ও জনপ্রিয় মুখ। চরিত্রগুলোর সঙ্গেও মানানসই। নিশ্চয়ই দর্শক তাদের অভিনয় ও পর্দা রসায়ন উপভোগ করবেন।’
ছবিটি নিয়ে বিদ্যা সিনহা মিম বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘ছবির গল্পটি অনেক ভালো লেগেছে আমার। আমার চরিত্রেও অনেক চ্যালেঞ্জ আছে, ভালো কাজের সুযোগ আছে। গতকালই ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছি। মজার ব্যাপার হলো আমি ও শুভ ছাড়া আরও অনেক গুণী শিল্পীরা অভিনয় করবেন এই সিনেমাতে। আমার বিশ্বাস একটা খুব ভালো সিনেমা পেতে যাচ্ছি আমরা।’
নির্মাতা জানান, আসছে অক্টোবর মাস থেকে ছবিটির শুটিং শুরু হবে। ছবির গল্পটি তৈরি হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের লোকেশনে এর শুটিং হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd