বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের রহিমপুর পূর্বপাড়া গ্রামে অগ্নিদগ্ধে একই পরিবারের ৬জন আহত ও অগ্নিদগ্ধ গৃহবধূ চম্পা বেগম নিহতের ঘটনা সুষ্ট তদন্ত এবং ঘটনার সাথে জড়িত দুস্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবিতে দুই গ্রামবাসীর উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। রহিমপুর পূর্বপাড়া ও রামপুর গ্রামবাসীর যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার (৬সেপ্টেম্বর) রাতে রহিমপুর গ্রামের সোনাই মিয়ার বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, রহিমপুর পূর্বপাড়া গ্রামের ফারুক মিয়ার ঘরে যে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা কোন দূর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। ফারুক মিয়ার পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে গভীর রাতে তার সবত ঘরে দুস্কৃতিকারীরা আগুন দিয়েছে। ফলে এই পরিবারের ৬জন সদস্য অগ্নিদগ্ধ হয়ে এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অন্যান্য অগ্নিদগ্ধদের অবস্থাও আশংকাজনক। তাই সুষ্ট তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
সভায় অগ্নিদগ্ধ ফারুক মিয়ার পুত্র রাজু মিয়া কান্নাজড়িত কণ্ঠে তার মায়ের হত্যাকারীদের বিচার চেয়ে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন। এসময় রাজু মিয়াকে আশ্বস্ত করে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে প্রশাসনের যে কোন প্রদক্ষেপে এবং আহতদের চিকিৎসা কার্যে এলাকার সকলে সহযোগীতার প্রত্যয় ব্যক্ত করেন।
এলাকার প্রবীণ মুরব্বি আলহাজ্ব আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ছহিফাগঞ্জ এস.ডি মাদরাসার সুপার মাওলানা আব্দুর রউফ, স্থানীয় ওয়ার্ডের মেম্বার সাজ্জাদ আলী, সাবেক মেম্বার মৌরস আলী, বিশিষ্ট সমাজসেবক সাজিদুর রহমান সোহেল, মিজানুর রহমান মোজাহিদ, কামাল আহমদ, জয়নুল ইসলাম, অগ্নিদগ্ধ ফারুক মিয়ার চাচাতো ভাই সোনাই মিয়া। এছাড়া সভায় দুই গ্রামের সর্বস্তরের মুরব্বিয়ান ও যুব সমাজ উপস্থিত ছিলেন।
Sharing is caring!