সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : ভারতে সমকামিতার অধিকারকে বৈধতা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ঔপনিবেশিক আমলের ফৌজদারি আইনের একটি ধারা অবৈধ ঘোষণা করে এ রায় দেন সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার ঐতিহাসিক এই রায়ে ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেছেন, কেউ তার ব্যক্তি স্বাতন্ত্রকে এড়িয়ে যেতে পারে না। এখনকার সমাজ ব্যক্তি স্বাতন্ত্রের প্রশ্নে অনেক বেশি অনুকূল।
তিনি আরও বলেন, ভারতের সংবিধান একজন সাধারণ নাগরিককে যেসব অধিকার দেয়, তার সবগুলোই এলজিবিটি কমিউনিটির প্রাপ্য।
১৮৬১ সালে ব্রিটিশ আমলে তৈরি হওয়া ৩৭৭ ধারা আনুযায়ী সমকাম প্রকৃতিবিরুদ্ধ যৌন সম্পর্ক৷ এই ধারা অনুযায়ী যারা সমকামীতা শাস্তিযোগ্য অপরাধ৷ সর্বোচ্চ দশ বছর সাজা এবং জরিমানার বিধানও রাখা হয়েছে এই ধারায়৷
দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০০৯ সালে দিল্লি হাই কোর্ট এই ধারার একটি অংশকে অসাংবিধানিক বলে মন্তব্য করে। তবে তারা এটাও জানায়, দু’জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে স্বেচ্ছায় সমকামী যৌন সম্পর্ক অপরাধ নয়।
যদিও ২০১৩ সালে সুপ্রিম কোর্টের পাল্টা একটি রায়ে সাংবিধানিক স্বীকৃতি পেয়ে স্বমহিমায় ফিরে আসে সমকামের ‘অপরাধ’ তকমা। আদালত সেই সঙ্গে এটাও জানিয়ে দেয়, এই নিয়ে আইনে কোন পরিবর্তন আনতে হলে তা সংসদকেই করতে হবে৷ তবে সংসদ এই বিষয়ে নীরবই থেকেছে৷
শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ে সমকামিতাকে বৈধতা দিলো ভারত।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd