সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৮
জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জ থানার একদল পুলিশ গত বুধবার রাতে থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ জনকে ভারতীয় তীর খেলার দায়ে আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃতরা হলো কলাকুটা গ্রামের শাহিন আহমদ (১৯)শিবরচক গ্রামের মোহাম্মদ আলী(২৮)কোনাগ্রামের শাহাব উদ্দীন (৩৫)ওয়াসার গ্রামের নজমুল হোসেন(২৮)খলাদাপনিয়া গ্রামের রুহিন আহমদ(৩০)মাতারগ্রাম গ্রামের মাজেদ আহমদ(২৫)ব্রাক্ষনগ্রাম গ্রামের এনাম আহমদ(২৭)ওয়াসার গ্রামের রাহুল আহমদ(২৫)মানিকপুর গ্রামের পারভেছ আহমদ(২৪)খলাদাপনিয়া গ্রামের মাসুদ আহমদ(২১)হাজারীচক গ্রামের জসীম উদ্দীন(৩২)ব্রাক্ষনগাও গ্রামেরটিপন(২২)হাতিডহর গ্রামের ইলিয়াস আহমদ(২৮)ব্রাক্ষনগ্রাম গ্রামের হীরক(২৮)চারিগ্রাম গ্রামের দেলোয়ার(১৭)।
আটক কৃতদের গতকাল বৃহস্পতিবার কোর্টে চালান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার নিশ্চিত করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd