রাতারগুল এলাকায় ১০ হাজার রোপায়িত মুর্তার চারা নষ্ট করে দূরবৃত্তরা

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৮

রাতারগুল এলাকায় ১০ হাজার রোপায়িত মুর্তার চারা নষ্ট করে দূরবৃত্তরা

গোয়াইনয়াট প্রতিনিধি :: দেশের একমাত্র সোয়াম ফরেষ্ট রাতারগুল। গনমাধ্যমের কল্যাণে বিশ্বে এ জলার বনটির পরিচয় লাভ করেছে। রাতারগুল জলার বনের সৌনদর্য্য আরো বাড়ানোর জন্য বন বিভাগ মূর্তা গাছসহ বিভন্ন প্রজাতির ৮/৯হাজার গাছ রোপন করে আসছে বাগান কতৃপক্ষ। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল থেকে বাগান কত্পক্ষ ৪৫ জন শ্রমিক নিয়ে গাছের চারা রোপন করে।

হঠাত করে স্থানীয় এলাকার মক্তার মিয়া, সাব্বির আহমদ,আলাউদ্দিন,মকবুল,আাবুল ও শফাত, মাইকিং করে গ্রামের মানুষ জড়ো করে উক্ত রোপায়িত চারা ও গাছ উপড়ে বাড়ীতে নিয়ে জান দূরবৃত্তরা। এ বিষয়ে সারী রেন্জ কর্মকর্তা সাদ উদ্দিন জানান দীর্ঘ দিন থেকে ওই এলাকার মক্তার মিয়া,সাব্বির,আলাউদ্দিন, শফাতসহ ২০/২৫ জনের একটি চক্র রাতারগুল জলারবন এলাকা দখল করতে চায়।

তারই ধারবাহিকতায় রাতারগুল জলার বনে রোপায়িত গাছও চারা আজ এ চক্রটি উপড়ে ফেলেছে। এ বিষয়ে তিনি গোয়াইনঘাট থানায় জিডি করেছেন বলে জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..