সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: প্রাকৃতিক সম্পদের গর্ভধারিনী সিলেটের সীমান্তঘেষা উপজেলা গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ। দেশের অন্যতম বৃহৎ পাথর কোয়ারী ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং ও শ্রীপুর ওই তিন উপজেলায় অবস্থিত। গুরুত্বপূর্ণ ওই তিনটি উপজেলা মিলে সংসদীয় আসন সিলেট-৪।
দেশের অন্যতম বৃহৎ সংসদীয় আসনটিতে ভোটার সংখ্যা ৩ লাখের বেশি। এর মধ্যে শুধু গোয়াইনঘাট উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৮০ হাজার। এই বিপুল সংখ্যক ভোটারের মন জয় করতে অনেক আগে থেকেই তিন উপজেলায় চষে বেড়াচ্ছেন সম্ভাব্য আওয়ামীলীগ ও বিএনপির হেভিয়েট দুই প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদ ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের দু’বারের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। বড় দুই দলের র্দীঘ দিনের পুরনো তিন মুখ ইমরান আহমদ, দিলদার হোসেন সেলিম, আব্দুল হাকিম চৌধুরী ছাড়াও উভয় দলের একাধিক প্রার্থী নিজেদের মতো প্রচার প্রচারনা ও গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
আওয়ামীলীগ: ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী দিলদার হোসেন সেলিমকে পরাজিত করে প্রায় এক যুগ পর আসনটি পুনরুদ্ধার করেন আওয়ামীলীগের প্রার্থী ইমরান আহমদ। দশম সংসদেও তিনি এই নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন। টানা দুই মেয়াদে সংসদ সদস্যের দায়িত্বে আছেন তিনি। সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এর আগে ১৯৮৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০৮, বর্তমানে তিনি আসন থেকে পাচঁবারের নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। আওয়ামীলীগের মধ্যে একাধিক প্রার্থীর নাম শোনাগেলেও মাঠ চষে বেড়াচ্ছেন বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদ। সংসদ সদস্য হওয়ার সুবাধে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য সংসদীয় এ আসনটির গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে তিনি নিয়মিত দলীয় সভা, সমাবেশ পরিচালনা করছেন। বিগত সকল নির্বাচনের চেয়ে এবার এলাকায় তার পদচারনা হাজার গুন বেশি। আ’লীগের অন্য প্রার্থী ফারুক আহমদ দেশের বাহিরে অবস্থান করায় আ’লীগ থেকে ইমরান আহমদ কে মনোনয়ন বিষয়ে প্রায় নিশ্চিত বলা যেতে পারে।
বিএনপি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যেকোনো মূল্যে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের গর্ভধারিনী সিলেটের সীমান্তঘেষা ও ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্তিত এ আসনটি পুনরুদ্ধার করতে চায়। আসনটিকে পুনরুদ্ধার করতে মাঠ চষে বেড়াচ্ছেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহন নিশ্চিত না হলেও মাঠ ছাড়ছেন না বিএনপির তৃণমূল থেকে উঠে আসা নেতা গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। সংসদীয় আসনের হাট বাজার, গ্রাম, পাড়া-মহল্লা ছাড়াও ভোটারের ঘরে ঘরে নিয়মিত প্রচারনা চালিয়ে যাচ্ছেন এ জনপ্রতিনিধি। এছাড়া বিগত দু’টি উপজেলা পরিষদ নির্বাচনে স্রোতের বিপরীতে ২০ দলীয় জোট সমর্থিক প্রার্থী হিসেবে নিজের বিজয়কে কাজে লাগিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কান্ডারী হয়ে আ’লীগ থেকে আসনটি উদ্ধার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চান। আব্দুল হাকিম চৌধুরী দুই বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হওয়ার সুবাধে আসনটির এ প্রান্ত থেকে অপর প্রান্তে দলীয় কার্যক্রম ও বিএনপির প্রচার প্রচারনা চালানো অনেকটা সহজ হচ্ছে। দলীয় মনোনয়ন পেতে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ঘন ঘন যোগাযোগ অব্যাহত রেখেছেন। দলীয় মনোনয়নের বিষয়ে তিনি শতভাগ আশাবাদী। অপরদিকে বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম সার্বক্ষণিক নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে চলেছেন। অসুস্থজনিত কারনে শারিরিক ঝুকিতে থাকা ওই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন বলে তার সমর্থকরা মনে করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd