সিলেটে জন্মাষ্টমী উপলক্ষে ব্যাপক আয়োজন

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮

সিলেটে জন্মাষ্টমী উপলক্ষে ব্যাপক আয়োজন

সিলেট :: সনাতন ধর্মের প্রাণপুরুষ ভগবান শ্রী শ্রী কৃষ্ণের পূত:আবির্ভাব স্মরণে আজ রোববার সিলেটে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। সকাল ১০টায় নগর পরিক্রমার মধ্যদিয়ে দিনের কর্মসুচির উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, মণিপুরী বিষ্ণুপ্রিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদ বিভাগীয় কমিটিসহ বিভিন্ন মন্দির ও সংগঠন পৃথক পৃথক ব্যাপক কর্মসুচির আয়োজন করেছে। এরমধ্যে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠান শনিবার থেকে শুরু হয়েছে।

সার্বজনীন জন্মাষ্টমীর উদযাপন পরিষদ’র সদস্য সচিব নির্মল কুমার সিনহা জানিয়েছেন, রোববার সকাল ১০ টায় নগরীর মণিপুরী রাজবাড়িস্থ মহাপ্রভু জীউর মন্দির ও শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী মন্দির ও আশ্রম প্রাঙ্গন থেকে ভগবান শ্রী শ্রী কৃষ্ণের প্রতিকৃতিসহ নগর পরিক্রমা শুরু হবে। তিনি জানান, পরিষদের দুদিনব্যাপী আয়োজনের অংশ হিসাবে শনিবার সকাল সাড়ে ৮ টায় শ্রী হট্ট অখন্ডমন্ডলীর পরিচালনায় সমবেত উপাসনা, ১০ টায় শ্রীমা সারদা সংঘের পরিবেশনায় সমবেত গীতা পাঠ, সাড়ে ১১টায় নিম্বার্ক গীতা শিক্ষা কেন্দ্রের পরিবেশনায় সমবেত গীতা পাঠ, বেলা ২টায় শিশু কিশোরদের সমবেত গীতা পাঠ প্রতিযোগিতা, বিকেল ৪টায় শিশু কিশোরদের একক চিত্রাংকন প্রতিযোগিতা, বিকেল সাড়ে ৫টায় শিশু কিশোরদের একক কীর্তন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাতে রয়েছে লোকনাথ ভক্তবৃন্দ পরিষদের সমবেত উপাসনা।

সংশ্লিষ্টরা জানান, রোববার সকাল ১০টায় নগর পরিক্রমা শেষে সাড়ে ১০টায় নবযুগ প্রবর্তক ভগবান শ্রী কৃষ্ণ শীর্ষক ধর্মালোচনা সভা। বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণ, রাত সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতি আলেখ্য, রাত সাড়ে ৯টায় সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত সংগীত শিল্পী অনিতা মুক্তি গোমেজ ও সহশিল্পীরা, রাত ১০ টায় শ্রী শ্রী কৃষ্ণের বিশেষ পূজানুষ্ঠান, অঞ্জলি প্রদান শেষে মহাপ্রসাদ বিতরণ। রাত ১২টা ১ মিনিটে ভগবান শ্রী শ্রী কৃষ্ণের আবির্ভাব স্মরণে উলুধ্বনি ও শঙ্খধ্বনি। নগরীর মণিপুরী রাজবাড়িস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী মন্দির ও আশ্রমে এসব কর্মসুচি পালিত হবে। এসব আয়োজনে ভক্ত পূণ্যার্থীদের উপস্থিতি কামনা করেছেন সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ’র আহ্বায়ক শ্রী বিজিত কুমার দে ও সদস্য সচিব শ্রী নির্মল কুমার সিনহা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..