বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে মহিলা ও শিশুসহ আহত ৯

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮

Manual1 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলা, শিশু ও মধ্যস্থতাকারী’সহ ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০আগষ্ট) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে সায়েদ মিয়া ও আব্দুল হাকিম পক্ষের মধ্যে। আহতরা হলেন- ভাটিপাড়া গ্রামের আশিদুন নেছা (৮০), সুলেমান (১৬), নুরুল আমিন নিজাম (১০), আব্দুল মুমিন (৩৫), তারেক আহমদ (২৫), একই গ্রামের বাসিন্দা মধ্যস্থতাকারী মনির উদ্দিন, সুরুজ আলী, খলিলুর রহমান, সুন্দর আলী।
জানা গেছে, ভাটিপাড়া গ্রামের সায়েদ মিয়া ও আব্দুল হাকিম গংরা পাশাপাশি ঘরের বাসিন্দাজায়গা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি আব্দুল হেকিম তার দালান সবতঘর নির্মাণ করতে গেলে এনিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় আব্দুল হেকিম ও সায়েদ মিয়া গংদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এতে মহিলা, শিশু ও মধ্যস্থতাকারী সহ ৯ জন আহত হয়েছেন। গুরুতর আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..