বিছনাকান্দি যেতে ভোগান্তিতে পর্যটকরা

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৮

বিছনাকান্দি যেতে ভোগান্তিতে পর্যটকরা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার :: প্রকৃতির এক অপরূপ লীলাভূমি সিলেট। প্রকৃতির এই সৌন্দর্য আর বৈচিত্র্যের কারণে সবসময় সিলেটে ভিড় লেগে থাকে পর্যটকদের। তবে ভাঙ্গাচোরা সড়কের কারণে সিলেটে বেড়াতে এসে দুর্ভোগে পড়ছেন পর্যটকরা। ফলে শনিবার সকাল থেকে বঙ্গবীর রোড থেকে হাদারপাড় পর্যন্ত গাড়ী চলাচল করা সম্ভব হয়নি। এই ঈদে সড়কের ভগ্নদশার কারণে পর্যটক সমাগম নিয়ে শঙ্কায় সংশ্লিষ্টরা।। ফলে লোকসানের শঙ্কায় পড়েছেন এই খাতের উদ্যোক্তারা। লম্বা ছুটি বা ঈদ এলে সবসময়ই সিলেটে নামে পর্যটকদের ঢল নামে। আগেভাগেই বুকিং হয়ে যায় হোটেল রিসোর্টের সব রুম। কিন্তু গত দুই বছর ধরে এর চিত্রটা অনেকটা পাল্টে গেছে। এখনও শহরের বেশিরভাগ হোটেলের রুম ফাঁকা। ফলে এই ঈদেও ভাঙ্গা সড়কের কারণে সিলেটে আশানুরূপ পর্যটকরা সমাগম না হওয়ার আশঙ্কা উদ্যোক্তাদের।

Manual5 Ad Code

সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিছনাকান্দি যেতে ভোগান্তিতে পড়ছেন পর্যটকেরা। পর্যটন স্পট বিছনাকান্দির দূরত্ব সিলেট থেকে প্রায় ৪২ কিলোমিটার। এ দূরত্বের গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর রোড থেকে হাদারপাড় পর্যন্ত ৭ কিলোমিটার সড়কের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। বর্তমানে পর্যটকরা গরুরঘাট পিরের বাজার থেকে নৌকায় যেতে হয় বিছনাকান্দিতে আবার নৌকার ভাড়াও অতিরিক্ত।

Manual1 Ad Code

এতে করে বিশেষ করে বৃষ্টির দিনে পর্যটকদের যাতায়াতে চরম সমস্যা হয়। সড়কের বেহাল অবস্থার কারণে সিএনজিচালিত অটোরিকশা আর লেগুনা ছাড়া কোনো গাড়িই যেতে চায় না বিছনাকান্দিতে।

সিলেট পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, ‘এখন পর্যন্ত আমাদের মোটেলে বুকিং এসেছে মাত্র ১০ শতাংশ। শতভাগ না হোক অন্তত ৯০ ভাগ বুকিং না হওয়া পর্যন্ত আমাদের লোকসান আসবে। মূলত রাস্তার ভোগান্তির কারণে পর্যটকরা সিলেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।’

বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাবেক সদস্য ডা জাকারিয়া আহমদ বলেন, ভাঙ্গাচোরা সড়কের কারণে গত ঈদেও সিলেটে আশানুরূপ পর্যটক আসেননি। তারপরও সড়কগুলো সংস্কার করা হয়নি। ফলে এবারও পর্যটকরা সিলেটে তেমন আসবেন বলে মনে হয় না।

Manual4 Ad Code

তিনি বলেন, কেবল দামি দামি রিসোর্ট করলেই তো পর্যটকরা আসবে না। পর্যটকরা রিসোর্ট দেখতে আসে না। সিলেটে পর্যটন বিকাশে অনেকগুলো বাধা রয়েছে। এরমধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা অন্যতম।

তিনি বলেন, পর্যটকরা ছুটি কাটানোর জন্য, একটু আরাম আয়েশের জন্য বেড়াতে আসেন। অথচ সিলেটে বেড়াতে আসা এখন দুর্ভোগের অপর নাম হয়ে ওঠেছে। এসব সড়ক দ্রুত সংস্কার করা জরুরী।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..