সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার থানা কম্পাউন্ডে বেশ কয়েকদিন ধরেই সাপের আনাগোনা চোখে পড়ে। সাপ ধরতে ডাকা হয় সাপুড়ে মো. বুরহান উদ্দিন জালালীকে। একে একে তিনি উদ্ধার করেন বিভিন্ন প্রজাতির ১৮টি বিষধর সাপ।
শুক্রবার দুটি বড় গোখরাসহ ১৮টি সাপ উদ্ধার করার এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সি জানান, গত শীতের সিজন থেকে থানা কম্পাউন্ট এলাকায় সাপের আনাগোনা লক্ষ্য করা যায়। গরম শুরুর সাথে সাপগুলো গর্ত থেকে বেরিয়ে থানায় উৎপাত করতো। গত কয়েক দিনে থানা কম্পাউন্ড ও আশ-পাশ এলাকায় ১০টি সাপের বাচ্চা পাওয়া যায়। এ অবস্থায় আতংকিত হয়ে পড়েন থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ।
ওসি বলেন, উদ্ভুত পরিস্থিতিতে সুনামগঞ্জের ছাতকের বেদে পল্লী থেকে সাপুড়ে জালালী ও তার দলের ৫ সদস্যকে বিয়ানীবাজারে আনা হয়। তারা একটি মেডিসিন প্রয়োগ করার পর একে একে ১৮টি সাপ গর্ত থেকে বেরিয়ে আসে।
এর মাধ্যমে সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের আতংক অনেকটা কাটবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সাপুড়ে বুরহান উদ্দিন জালালী জানান, সাপগুলো উদ্ধার করে তার খুবই ভালো লাগছে।
উদ্ধার করা সাপ তিনি বেদে পল্লীর দরিদ্র লোকজনের মধ্যে বিতরণ করবেন-যাতে করে সাপের খেলা দেখিয়ে তারা কিছু অর্থকড়ি উপার্জন করতে পারে বলেও জানান সাপুড়ে বুরহান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd