কমলগঞ্জে কোরবানির পশুর হাটে ক্রেতাদের ভিড়

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮

কমলগঞ্জে কোরবানির পশুর হাটে ক্রেতাদের ভিড়

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের বিভিন্ন বাজারের কোরবানি পশুর হাট শেষ মুহূর্তে মধ্যে জমে উঠেছে। ঈদ উল আযহার আর কয়েক দিন বাকি। ভাল দামে নিজের কষ্টে পালিত গরু বিক্রি করতে হাটে ভিড় করছেন বিক্রেতারা, তেমনি পছন্দের গরু কিনতে আগ্রহের কমতি নেই ক্রেতাদের। কোরবানির পশুর হাটে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। কোরবানির জন্য গরু, মহিষ, ছাগল ও ভেড়ার ক্রেতাদের চাহিদার তুলনায় পশু ভালো মানের আমদানি হচ্ছে হাটগুলোতে। ফলে গত বছরের তুলনায় চলতি কোরবানির জন্য পশুর দাম অনেক কম থাকায় ক্রেতারা পশু কিনছেন অতি আনন্দে। ঈদ যতই ঘনিয়ে আসছে উপজেলার বিভিন্ন পর্যায়ের হাটগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে।

শনিবার বিকেলে সরেজমিনে কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজারে গিয়ে দেখা গেছে, কমলগঞ্জের বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা সারি সারি গরু সাজিয়ে রেখেছেন। বিক্রেতারা লাল কালো সাদাসহ বিভিন্ন বর্ণের ছোট-বড় গরু, মহিষ, ছাগল ও ভেড়া গরুরহাটে তুলেছেন। দেখে শুনে মোটাতাজা গরু কিনতে প্রতিযোগিতায় নেমেছে তারা। হাট ঘুরে দেখে নির্ধারিত বাজেটের মধ্যে গরু কিনছেন ক্রেতারা। ছোট ও মাঝারি সাইজের গরুর সরবরাহই বেশি। ৪০ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকার মধ্যেই মিলছে পছন্দের গরু। মো: জামাল মিয়া নামে এক ক্রেতা জানান, ঈদের এখনও কয়েকদিন বাকি রয়েছে। তাই এখন গরু দেখতে এসেছি। দামে দরে মিললে হয়তো কিনতেও পারি।

মুন্সীবাজারে গরু কিনতে আসা চৈতন্যগঞ্জ গ্রামের মিলন মিয়া জানান, গরুর দাম এবছর স্বাভাবিকই রয়েছে, তেমন একটা দাম বাড়েনি। আজ শমশেরনগর ও কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে কোরবানীর পশুর হাট বসবে। কমলগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই বলেন, আমরা প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে প্রতিটি কোরবানীর হাটই তদারকি করছি। খামারিরা যেন কোন প্রকার ওষুধ ব্যবহার না করেন সে ব্যাপারে তাদের পরামর্শ দেয়া ও তদারকি করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি মো: মোকতাদির হোসেন পিপিএম বলেন, কোরবানীর হাটে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা দিতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..