সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি :: জেলার কুলাউড়া থানায় ঢুকে পুলিশ সদস্যের ইউনিফর্ম ধরে লাঞ্ছনার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১৭)।
পুলিশের বলছে, কর্তব্য পালন করতে গেলে কনস্টবলের উপর চওড়া হন আতাউর রহম সুহেল নামের ওই নেতা। এক পর্যায়ে পুলিশ সদস্যসের ইউনির্ফমের কলারে অংশে চেপে ধরে কনস্টেবলকে লাঞ্ছিত করেন।
সোমাবার (১৩ আগস্ট) রাত ৮টায় এ ঘটনাটি ঘটে। পরে এস আই ওয়াসিমের দায়ের করা পুলিশ এসল্ট মামলায় সুহেলকে গ্রেফতার করা হয়।
আটক সুহেল কুলাউড়া পৌর শহরের বাদে মনসুর গ্রামের মৃত মিজাজুর রহমান চৌধুরী ছেলে। সে উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা বলেন, আতাউর রহমান চৌধুরী সোহেল সোমবার রাতে থানায় এক আসামীকে দেখতে এসে কর্তব্যরত পুলিশের কাজে বাধা প্রদান করে ও এক পর্যায়ে পুলিশ সদস্যসের ইউনির্ফমের কলার চেপে ধরে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
এদিকে মঙ্গবার (১৪ আগস্ট) সকালে গ্রেফতারকৃত সোহেলকে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd