সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের জাফলংয়ে সামাজিক সংগঠন সেবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে অামির মিয়া স্কুল এন্ড কলেজের হল রুমে অামির মিয়া স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বেলাল উদ্দিন’র সভাপতিত্বে ও সংগঠনের উদ্যোক্তা নাদিম মাহমুদের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ানঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, জাফলং পাথর উত্তোলন শ্রমিক সমিতির সভাপতি আব্দুস শহীদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফখরুল ইসলাম, বদরুল ইসলাম, সাবেক সদস্য ডা.নুরুল ইসলাম, ব্যবসায়ী অাকবরুজ্জামান পলাশ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ইউনিয়ন ছাত্রদল নেতা মিজানুর রহমান হেলোয়ার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সোহেল আহমেদ, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, ছাত্রনেতা ইউসুফ আহমেদ, লিটু আনাম লিটন, উদ্যোক্তা রিপন আহমেদ, আলআমিন, সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা দরিদ্র ১০টি পরিবারের মাঝে ঈদবস্ত্র, ঈদ সামগ্রী ও হতদরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd