সিলেট ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার মনরতল বাজারে পল্লী বিদ্যুৎ এর শট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি দোকানের নগদ অর্থ সহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার (১১ আগষ্ট) রাত ১২টার দিকে মনরতল বাজারের ১টি দোকানে পল্লী বিদ্যুৎ এর শটসার্কিট থেকে অগ্নিকান্ডে সুত্রপাত হয়। আগুন দ্রæত ছড়িয়ে পড়ে এবং ৫টি দোকান পুড়ে যায় ও অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়। উপজেলার মনরতল বাজার এলাকায় ফায়ার সার্ভিসের যাতায়াতের কোন ব্যবস্থা না থাকার কারণে স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নগদ অর্থ সহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা জানান, এত দ্রæত আগুন ছড়িয়ে পড়ে যে দোকানের কোনকিছু বের করা সম্ভব হয়নি। কোনমতে প্রাণে বেঁচেছেন তারা। এতে অন্তত প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যপারে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী জানান, আমি খবর পেয়েছি এবং ক্ষতি গ্রস্তদের কিছু সাহায্যের চেষ্টা করছি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd