সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৮
জৈন্তাপুর প্রতিনিধি :: “অপ্রতিরোদ্ধ দেশের অগ্রযাত্রা ফলে পুষ্টি দেবে নতুন মাত্রা” এ প্রতিপাদ্য কে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদফতরের উদ্যোগে জৈন্তাপুর ঐহিত্যবাহী জৈন্তেশ্বরীবাড়ীতে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৮ উদ্বোধন করা হয়।
৮ আগষ্ট বুধবার দুপুর ১টায় জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদফতরের আয়োজনে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন শেষে ষ্টল পরিদর্শন করে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ইমরান আহমদ বলেন-প্রতিটি বাড়ীর আঙ্গীনায়পুষ্টিার চাহিদা মেটাতে ফলদ ও বৃক্ষ গাছের চারা রোপন করতে হবে। বনজ ফলজ গাছের চারা রোপন করে অনেকে আর্থিক ভাবে সাবলম্বী হচ্ছেন। দেশকে সবুজ বনায়নে পরিণত করতে বেশি করে গাছের চারা লাগানোর উপর তিনি গুরুত্বারূপ করেন। জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম এর সভাপতিত্বে ও উপসহকারী কর্মকর্তা শোয়েব আহমদ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) মুনতাসির হাসান পলাশ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মাঈনুল জাকির, জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয় মতি রানী, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল হক, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী স¤্রাট, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান, চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী, জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.কে.এম আজাদ ভূইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরোধ চন্দ্র দাস, জৈন্তাপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্দুল কাদির, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, যুবলীগ নেতা আমিন আহমদ, এরশাদুল আলম চৌধুরী সহ সরকারি কর্মকতা উপস্থিত ছিলেন। এদিকে মেলায় ১০টি ষ্টল অংশ গ্রহন করে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd