সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে ট্রাকের চাপায় ২ সহোদর নিহত হয়েছেন। তাদের একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে ভর্তির পর মারা যান। নিহতরা হলেন গোলাপগঞ্জের উত্তর রনিখাইল ঘুগারকুল গ্রামের সিকন্দর আলীর পুত্র তরমুজ আলী (৪৫) ও সুরুজ মিয়া (৪০)। আহত অপর ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থাও আশংকাজনক।
বুধবার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দ্রæতগামী একটি ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থেকে বালু বোঝাই একটি ট্রাক সকাল সাড়ে ১০টা দিকে সিলেট-জকিগঞ্জ রোডের হেতিমগঞ্জ মোল¬াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয় এতে সিএনজিতে থাকা যাত্রীরা আহত হন। এ ঘটনায় হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। পরে বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। তারা রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এদিকে ফায়ারসার্ভিস কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের আগুন নিভায়। ট্রাকের চাপায় অটোরিকশাটি একেবারে দুমড়ে মুচড়ে যায়।এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি ২ জন নিহতের কথা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd