লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টার দিকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, তিনি সিলেট সরকারি তিব্বয়া কলেজের কোয়ালিফাইং পরিক্ষা নেয়ার জন্য সিলেটে এসেছিলেন।

এ বিষয়ে সিলেট কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই ) হাদিউল ইসলাম বলেন, নিহত ব্যক্তি ইউনানী সমিতির মহাসচিব হাকিম ফেরদৌস ওয়াহিদ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হোটেল অনুরাগে উঠেন। আজ সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটলে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হাকিম ফেরদৌস ওয়াহিদ স্ট্রোক করে
ছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, এখানে তার নিকট আত্মীয় কেউ নেই। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। শনিবার দুপুরে পুলিশ ওসমানী হাসপাতালে তার সুরতহাল রিপোর্ট তৈরী করে বলে জানিয়েছেন হাসপাতাল ফাড়ির ইনচার্জ এস আই পলাশ।