সিলেট ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর আম্বরখানায় ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক ব্যবসায়ী এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (০২ আগষ্ট) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিতিত্তে র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের আভিযানিক দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে অভিযান চালিয়ে আম্বরখানা পয়েন্ট সংলগ্ন নগর রেস্টুরেন্ট এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হলো- চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন হোসেনপুর গ্রামের ডালিমের স্ত্রী (বর্তমান) সিলেট নগরীর শামিমাবাদ (সেলিম মিয়ার বাসা) আনু বেগম (২৬) ও মৌলভীবাজারের কোমলগঞ্জ থানাধীন বিন্দাবনপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আমির আলী (২৮)।
অতিরিক্ত পুলিশ সুপার র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আনু বেগম ও আমির আলী সিলেট নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। তারা দীর্ঘদিন যাবত নগরীতে মাদকদ্রব্য বিক্রয় করে আসছে বলে জানায় র্যাব।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd