সুনামগঞ্জের জেলা প্রশাসক বদলী

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৮

সুনামগঞ্জের জেলা প্রশাসক বদলী

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাঁকে রাজউকের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার রাতে এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানা যায়, জাতীয় নির্বাচনের ছয় মাস আগে দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদকে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

একই আদেশে জনপ্রশাসন মন্ত্রনালয় কুষ্টিয়া, নোয়াখালী, মানিকগঞ্জ, ফেনী, খাগড়াছড়ি, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, শেরপুর, খুলনা, বান্দরবানেও নতুন ডিসি নিয়োগ দিয়েছে।’

প্রসঙ্গত, গত ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সিভিল সার্ভিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘জনপ্রশাসন পদক ২০১৮’- গ্রহন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।

ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি স্থাপনের কার্যক্রম গ্রহন ও বাস্তবায়নের জন্য তিনি এ পদক পেয়েছেন তিনি।

জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ইতিমধ্যে সুনামগঞ্জের ৩১টি ইউনিয়ন পরিষদে ‘ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি’ স্থাপন করেছেন এবং অবশিষ্ট ইউনিয়নসম‚হে মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি স্থাপনের কাজ চলমান রয়েছে।

এছাড়া গত বোরো মৌসুমে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ তদারকিতে তিনি নিরলসভাবে কাজ কওে গেছেন। প্রতিটি উপজেলায় সরেজমিনে গিয়ে বাঁধের কাজের মনিটরিং করে ভালো মানের ফসলরক্ষা বাঁধ তৈরিতে উল্ল্যেখযোগ্য অবদান রেখেছেন, যা পরবর্তীতে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

মো. সাবিরুল ইসলাম ২০১৭ সালের ২১ মে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি পাবনা জেলার সদর উপজেলার বাসিন্দা। ওই জেলার সুপরিচিত ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক আমিনুল ইসলাম বাদশার ছেলে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের একজন অফিসার।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সাথে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় যোগাযোগ করা হলে তিনি নিজের বদলীর বিষয়টি নিশ্চিত করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..