সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে পৃথক অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মদ ও গাঁজার চালান সহ দু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মৃত শরীয়তউল্লার ছেলে মো: তোরাব আলী ও একই উপজেলার মৃত. সুলতান আলীর ছেলে মো. শদীদ মিয়া।
সোমবার ভোররাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ছাতক থানা যৌথ অভিযান চালিয়ে পুলিশের ছাতক পৌরশহরের গণেশপুর ফেরীঘাট থেকে ৪৭০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ সহ তোরাব আলী শহীদ মিয়াকে গ্রেফতার করে। আটককৃত মদের মূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা।’
সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাজেদুল হাসান ওই তথ্য নিশ্চিত করেন।
অপরদিকে সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ পৌর শহরের ওয়েজখালীস্থ সোহেল মিয়ার বাসায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা করে।’
সুনামগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. শহীদুল্লাহ সোমবার রাতে প্রায় ৩ লাখ টাকা মুল্যের গাঁজার চালান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সোহেল সহ অজ্ঞাতনামা তিন ব্যাক্তির বিরুদ্ধে রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd