সিলেটে এগিয়ে আরিফুল

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৮

সিলেটে এগিয়ে আরিফুল

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত। ধানের শীষ প্রতিকে তিনি ভোট পেয়েছেন ৯০ হাজার ৪৯৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।

Manual6 Ad Code

সোমবার রাত পৌনে ১২টার দিকে সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, ‘যেহেতু দুইটি কেন্দ্রের ভোট যেহেতু স্থগিত করা হয়েছে সেহেতু আমরা আজ ১৩২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে পারবো।’

Manual5 Ad Code

এদিকে স্বতন্ত্র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৯৫৪। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন খান হাত পাখা প্রতিকে পেয়েছে ২ হাজার ১৯৫। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী মোহাম্মদ আবু জাফর পেয়েছেন মই প্রতিকে ৯০০ ভোট, স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের ঘড়ি প্রতিকে ২৯২ ভোট, স্বতন্ত্র প্রার্থী বদরুজ্জামান সেলিম বাস প্রতিকে ৫৮২ ভোট।

সিলেট সিটি করপোরেশনে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২। মোট ভোট কেন্দ্র ১৩৪। মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯১ হাজার ২৮৯টি।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..