গোবিন্দগঞ্জে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৮

গোবিন্দগঞ্জে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৮ জুলাই) দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সাদা ব্রিজের মুখে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, জামালগঞ্জের বড় গাইট্টার মুক্তার হোসেন ও শফিকুল ইসলাম, নোয়াগাওয়ের মুতালেব হোসেন, ছাতক সদর ইউপির মুজাম্মেল হোসেন। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে রফিকুল ইসলাম ফেনু পরিবহন ও সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশা এবং ব্রিজের ওপারে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..