সুনামগঞ্জে ১৩ লাখ টাকার ভারতীয় গাঁজার চালান সহ নোহা গাড়ি আটক

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৮

সুনামগঞ্জে ১৩ লাখ টাকার ভারতীয় গাঁজার চালান সহ নোহা গাড়ি আটক

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় গাঁজার চালান সহ একটি নোহা গাড়ি আটক করা হয়েছে।’

Manual8 Ad Code

জেলা মাদকদ্রব্য কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাজিদুল হাসান জানান বৃহস্পতিবার ভোররাতে পুলিশ ও মাদকদ্রব্য কার্যালয়ের দুটি টিম মদনপুর-জামালগঞ্জ সড়কের মোড়ে উৎপেতে থাকা অবস্থায় গাঁজার চালান মাদক বহনকারী নোহা গাড়িটি আটক করা হয়।

Manual5 Ad Code

সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন জানান, প্রচন্ড বৃষ্টির সুযোগে মাদক কারবারীরা গাড়ি ফেলে রেখে পালিয়ে গেলেও নোহা গাড়ির ভেতর থেকে প্রায় ১৩ লাখ টাকা মুল্যের ভারতীয় ৭০ কেজির উপরে গাঁজা জব্দ করা হয়েছে।’ তিনি আরো বলেন, গাড়িতে কাগজপত্র পাওয়া গেছে এবং সেই সূত্রে গাড়ির মালিক ও ড্রাইভারকে খোঁেজ বের করার মাধ্যমেই মাদক ব্যবসায়ীদের সন্ধান বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, এ ব্যাপারে আপাতত অজ্ঞাতনামা আসামীদের অভিযুক্ত করে বৃহস্পতিবার বিকেলে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..