মৌলভীবাজার রাজনগরে দুই কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৮

মৌলভীবাজার রাজনগরে দুই কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার দেবরবন্দ গ্রামে দুই কিশোরীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুলাই) বিকাল ৪টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারনা, তারা আত্মহত্যা করেছে।

রাজনগর থানার এসআই মির্জা মাহমদুল করিম জানান, পাঁচগাঁও ইউনিয়নের দেবরবন্দ গ্রামের মৃত হিরেন্দ্র বিশ্বাসের মেয়ে রুপনা বিশ্বাস (১৪) ও একই বাড়ির সুনীল বিশ্বাসের মেয়ে মনিকা বিশ্বাস (১৬)। সোমবার দুপুরে সুনীল বিশ্বাসের শোবার ঘরের চালের তীরের সাথে রশি এবং উড়না দিয়ে দুইজন আলাদাভাবে একই জায়গায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রুপনা পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে যায়।

স্থানীয়রা জানান, সোমবার ১১টার দিকে তাদের মায়েরা বিদ্যুৎ বিল পরিশোধ করতে রাজনগর সদরে যান। দুপুর সাড়ে ১২টার দিকে মনিকা বিশ্বাসের ছোট বোন বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে ঘরে ঢুকে দুজনকে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আত্মহত্যার আলামত সংগ্রহ করে এবং লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, প্রাথমিক পর্যবেক্ষণে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ ব্যাপারে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন


আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..