বিশ্বনাথের রাশিদ আলী হত‌্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৮

বিশ্বনাথের রাশিদ আলী হত‌্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রাশিদ আলী হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে আপন তিন ভাইকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে বৃহস্পতিবার (১৯ জুলাই) সিলেটের অতিরিক্ত দায়রা জজ ৫ম আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় দেন। রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী (এপিপি) জসিম উদ্দিন এ খবর নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো– বিশ্বনাথ উপজেলার হরিপুর গ্রামের মৃত কটন আলীর ছেলে আকদ্দস আলী, মকদ্দস আলী ও আনছার আলী। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিল।
আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর বিশ্বনাথের হরিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাশিদ আলীর ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে আকদ্দস আলী, মকদ্দস আলী ও আনছার আলী।
পরে স্থানীয়রা আহত অবস্থায় রাশিদ আলীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২০০০ সালের ২৬ জানুয়ারি রাশিদ আলী মারা যান। এ ঘটনায় রাশিদ আলীর ছেলে আহমদ রেজা ইদ্রিস বাদী বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১৩ জুন বিশ্বনাথ থানার এসআই আব্দুর রাজ্জাক আকদ্দস আলী, মকদ্দস আলী ও আনছার আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং ২০০৪ সালের ১৭ জুলাই থেকে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন (অভিযোগ গঠন) করে এ মামলার বিচার কাজ শুরু করেন। ২৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..