বিশ্বনাথ প্রতিনিধি :: কয়েক দিনের ভ্যাপসা গরমের পর হঠাৎ বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে বিশ্বনাথবাসীর মনে। এতে করে উপজেলাবাসী ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। বৃষ্টির কারণে ধুলাবালি থেকেও নিস্তার মিলেছে। আজ শুক্রবার রাত সাড়ে ৯টায় হঠাৎ দমকা হাওয়াসহ বর্ষণ হতে থাকে। বাতাসের গতিবেগের সঙ্গে বাড়তে থাকে বৃষ্টি। এ সময় বৃষ্টির সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। তবে প্রায় আধা ঘন্টাব্যাপী বৃষ্টি স্থায়ী ছিল। গত ক’দিনের গরম বিবেচনায় স্বস্তি বৃষ্টি বলছেন উপজেলাবাসী। গত তিন দিন বৃষ্টি না হওয়ায় অসহ্য গরম পড়েছিল। গতকাল বৃহস্পতিবার উপজেলায় তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও কয়েক দিন ধরে বৃষ্টি না হওয়ার কারণেই তাপমাত্রা বেড়েছে।
Sharing is caring!