বিশ্বনাথের হানজালা‘র স্বপ্ন আদর্শ চিকিৎসক হওয়ার

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৮

বিশ্বনাথের হানজালা‘র স্বপ্ন আদর্শ চিকিৎসক হওয়ার

ডেস্ক রিপোর্ট : এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পেয়েছে বিশ্বনাথ উপজেলার বেতসান্দি গ্রামের হানজালা আল জাবেদী । বর্তমানে শেরেবাংলা টাওয়ার, রায়েরবাজার, ঢাকা । জাবেদী নটরডেম কলজে থেকে ইংরজেী ভার্সন, বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমকি পরীক্ষায় এবার গোল্ডেন এ-প্লাস পেয়েছে ।

তার বাবা ডাঃ মোঃ জহিরু ইসলাম ,সহকারী অধ্যাপক (চক্ষু) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা এবং মা ডাঃ শরীফুন্নেছা চৌধুরী পরিচালক, ভিশন আই হসপিটাল, ঢাকা । জাবেদীর নানার বাড়ী কানাইঘাট উপজেলার তালবাড়ী গ্রামে । নানা অবঃপ্রাপ্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নর্থ ইষ্ট মেডিকেল কলেজ‘র অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নূরুল আম্বিয়া চৌধুরী ।

হানজালা আল জাবেদী বিগত জেএসসি ২০১৩ ট্যালেন্টপুল বৃত্তি, ইংলিশ ভার্সন ও এসএসসি ২০১৬ ইংলিশ ভার্সন, গোল্ডেন জিপিএ ফাইভ, পেয়েছে । বাবা মায়ের স্বপ্ন হানজালা আল জাবেদী ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ জাতি গঠনে ভূমিকা রাখবে । হানজালা আল জাবেদী‘র স্বপ্ন বাবার মত মানবদরদী, আদর্শ চিকিৎসক হওয়া ।

হানজালা তার এ সাফল্যের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে। পাশাপাশি মা-বাবা, ভাই-বোন ও শিক্ষকগনের কাছে চিরকৃতজ্ঞ হানজালা আল জাবেদী ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন


আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..