গোলাপগঞ্জে ফুলবাড়ি ওয়েলফেয়ার সোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৮

গোলাপগঞ্জে ফুলবাড়ি ওয়েলফেয়ার সোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ফুলবাড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ফুলবাড়ি আজিরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা হল রোমে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে। এতে প্রায় ৩৫০ জন অসহায় ও দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। সকাল থেকে দিনব্যাপি এ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ফুলবাড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ফাহিম আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ হোসাইন ও সাধারণ সম্পাদক শাওন আহমদের যৌথ সঞ্চালনায় প্রদান অতিথির বক্তব্য রাখেন ফুলবাড়ি ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রেজা। সংঠনের দপ্তর সম্পাদক নাজিদ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলবাড়ি ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালিক, ফুলবাড়ি ব্রাদার্স ক্লাবের সভাপতি নুরুজ্জামান নিরু, ডা. মোহাম্মদ আলী, সমাজসেবক আব্দুর রউফ সুজন, মঈনুল হক, কামরান আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি খালেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: রুবেল আহমদ, স্বপ্ন রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন ঢাকা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সাংবাদিক জয় রায় হিমেল, আফছার আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন, ফুলবাড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি নাঈম আহমদ, সাংগঠনিক সম্পাদক মেহরাব হোসেন অপি, কোষাধ্যক্ষ তুহিন আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক উবায়দুল হক উবেদ, ধর্ম বিষয়ক সম্পাদক নাছিম আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাবেদ আহমদ, দপ্তর সম্পাদক আহসান নাজিদ, প্রচার সম্পাদক মিজানুর রহমান মুন্না, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, সদস্য মিজু আহমদ, ফাহিম আহমদ, সাকের আহমদ, সাইফুল আহমদ, শামীম আহমদ, জহির আহমদ, ইমন আহমদ। ফ্রি ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ সকাল থেকেই ভিড় জমায়। ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয়, প্রেশার নির্ণয়, ডায়াবেটিস পরিক্ষাসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসাসেবা প্রদান করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন


আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..