সুনামগঞ্জে মাদক ব্যবসায়ীদের কবল থেকে রক্ষা পেতে ডি আই জি বরাবর ওমর অালীর অভিযোগ

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮

সুনামগঞ্জে মাদক ব্যবসায়ীদের কবল থেকে রক্ষা পেতে ডি আই জি বরাবর ওমর অালীর অভিযোগ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের সদর থানাধীন এলাকার পেশাদার কুখ্যাত মাদক ব্যবসায়ীদের অত্যারে অতিষ্ট একটি নিরিহ পরিবার। দীর্ঘদিন থেকে ওই মাদক ব্যাবসায়ীরা একের পর এক উপজেলার আমির পুর গ্রামের নজরুল ইসলাম নইদ্যা ও তাহার পূত্র ওমর আলীকে বিভিন্ন সাজানো মিথ্যা মামলা দিয়ে আসছে। বিদায় ওমর আলী বাদি হয়ে সিলেট রেঞ্জ ডি আই জি বরাবর গত (৩ জুলাই) সুনামগঞ্জের সদর থানাধীন এলাকার আমিরগঞ্জ গ্রামের পেশাদার কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুরকান আলীর পূত্র অলি মিয়া ও সদরগড় গ্রামের মৃত গোলজার আলীর ছেলে মনির মিয়া সহ আট জনের নাম উল্লেখ করে এ অভিযোগ দায়ের করেন।

Manual5 Ad Code

অভিযোগ সূত্রে জানা যায়, তারা ৮/১০ জনের নেতৃত্বে একদল এলাকার খারাপ লোক যাদের কারণে গড়ে উঠেছে মাদক জোয়ার আস্তানা। যার ফলে ধ্বশং হচ্ছে এলাকার যুবসমাজ তাদের এসকল কার্যকলাপে কেউ বাধা প্রধান করলে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে বিভিন্ন সাজানো মামলা দিয়ে হয়রানি করে। এসকল বিষয়ে প্রতিবাদের কারণে ওমর আলী ও তার পিতা নজরুল ইসলাম নইদ্যাকে বিভিন্ন সাজানো মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। ওমর আলী জানান, আমি ও আমার পিতা নজরুল ইসলাম নইদ্যা মাদক ব্যাবসায়ী অলি ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদকের আস্তানা ও জুয়ার বোর্ড বন্ধের বিষয়ে প্রতিবাদ করার কারনে আমার বৃদ্ব পিতাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় ০৭.০৫.২০১৮ ইং তারিখে একটি মামলায় ফাসিয়ে দেয় যার নং ৮। অভিযোগে আরও জানা যায় , ওমর আলী ও তার পিতার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে আসছে যা তাদের দৃষ্টি গোচর ও মানহানি হয় এমন কাজ চালিয়ে যাচ্ছে তারা। এসব মিথা মামলা থেকে অব্যাহতি পেতে প্রশাসনের প্রতি সু-দৃষ্টি কামনা করে বলেন এলাকার যুবসমাজকে রক্ষা করতে এসকল মাদক ব্যাবসায়ীদেও বিরুদ্ধে যেন প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে স্থানীয় ভাবে তদন্ত করে আইননানুগ ব্যবস্থা নেওয়ার সু-দৃষ্টি কমনা করেন।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..