কোম্পানীগঞ্জে কলেজের কক্ষে ঢুকে ছাত্র-ছাত্রী শিক্ষকদের লাঞ্চিত : আটক ১

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৮


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেটের কোম্পানীগঞ্জে এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের কক্ষে ঢুকে ছাত্র ছাত্রী ও শিক্ষকদের সাথে হাতাহাতি দূর্ব্যাবহার করতে গিয়ে আটক হন একজন। ঘটনার সুত্রে জানা
যায় (১১-০৭-২০১৮ইং) বুধবার বেলা প্রায় ১১
টার সময় এঘটনা ঘটে।

Manual7 Ad Code

স্হানীয় কাঁঠালবাড়ী গ্রামের বিল্লাত আলীর ছেলে ইমন (২০) সে কলেজে কক্ষে প্রবেশ করে বায়োকেমিস্টির শিক্ষক মো.গিয়াস উদ্দিনের সাথের দূর্ব্যবহার ও কলেজ থাকা ছাত্রছাত্রীর দের সাথে খারাপ আচরণ করে এতে সকল ছাত্র
ছাত্রী শিক্ষকরা থাকে আটকে রেখে।

Manual6 Ad Code

কোম্পানীগঞ্জ উপজেলার (ইউওনও.)নির্বাহী অফিসার আবুল লাইছ কে অবগত করা হলে তিনি বিষয়টি দেখার জন্য স্হানীয় প্রশাসনকে
নির্দেশ দেন। ঘটনাস্হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা’র নেতৃত্বে পুলিশ থাকে আটক করে থানা নিয়ে যায়।

পরে তিনি বহিরাগত ছাত্র ইমন.কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং অনাদায়ে (৩০হাজার) টাকা জরিমানা করেন।সে সিলেট সরকারী কলেজের ছাত্র বলে জানা যায়।

Manual6 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আবুল লাইছ. ঘটনার বিষয়টি স্বীকার করেন।

Manual1 Ad Code

এম সাইফুর ডিগ্রী কলেজে অধ্যক্ষ.নজরুল ইসলাম বলেন ঘটনা সত্য সে বহিরাগত ছাত্র স্বনামধন্য কলেজে সুনাম নষ্ট করতে একান্ড
ঘটায়।আমরা অভিবাবক শিক্ষকরা অভিযুক্তের
কঠিন শাস্হির দাবি করছি।

ইমন’উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক.জাহাঙ্গীর আলমের ও ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো.জামাল উদ্দিনের. আপন চাচাতো সহোদর বলে জানা গেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..