এয়ারপোর্ট থানার সামনে খোলা আকাশের নিচে রমরমা দেহব্যবসা

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৮

এয়ারপোর্ট থানার সামনে খোলা আকাশের নিচে রমরমা দেহব্যবসা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার :: রাত হলেই চলে আসে পাটি এমন এক দৃশ্য দেখা যায়। রাজধানী ঢাকার এয়ারপোর্ট থানার সামনে রাস্তার ও পারে নার্সারি ফুলের বাগানের ভিতরে প্রতিদিন রাত ১০ টা বাজলেই শুরু হয়ে যায়। রমরমা দেহব্যবসা পুলিশ এই দেহব্যবসা দেখে ও না দেখার ভাং করে থাকেন এয়ারপোর্টের আস পাশে এতো পাহাড়া থাকার পরও কি ভাবে চলে এই ব্যবসা, নাম না বলার অনিচ্ছুক এক নারী সাংবাদিকদের কে বলেন, আমাদের এ খানে বিভিন্ন ধরোনের লোক আসে, পুলিশ প্রতি মাসে এই ইস্পট থেকে ২০ হাজার টাকা নেয়। পুলিশ আবার মাঝে মাঝে যারা দেহব্যবসা করে তাদের কে দিয়ে কেস করে ঐ খানে যাওয়া ছেলেদের কে পরে থানার ভয় দেখিয়ে টাকা আদায় করে তাদের কে ছেড়ে দেয়। আমরা টাকা দি পুলিশ কে আর ব্যবসা করি আমাদের কোনো দোষ নাই। এয়ারপোর্ট থানার আস পাশের লোক জনের সাথে কথা বললে তারা জানান, পুলিশের ভয় আমরা কিছু বলতে পারি না কারন যদি কিছু বলতে যাই তাহলে আমাদের কে ধরে নিয়ে মামলা দিয়ে চালান দিবে। পুশিলের উপর মহলের কাছে আমাদের আকুল আবেদন এই থানার সামনে যে দেহব্যবসা চলছে তা যেনো বন্ধ করে দেওয়া হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..