সৌদি প্রবাসী গোয়াইনঘাটের শাহ আলমের জানাযা সম্পন্ন

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৮

সৌদি প্রবাসী গোয়াইনঘাটের শাহ আলমের জানাযা সম্পন্ন

স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাটে সৌদি আরবে লিফ্ট দুর্ঘটনায় নিহত শাহ আলম (২২) এর মরদেহ ১ মাস ৫ দিন পর দেশে এসে গ্রামের বাড়ীতে দাফন সম্পন্ন হয়েছে। তার নিজ বাড়ী গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের কোওর বাজার, ৯ জুলাই সোমবার বাদ আসর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। সে আলীরগাঁও ইউনিয়নের পরবল্লী গ্রামের ব্যাবসায়ী নসির মিয়ার (৪৫) পুত্র।

জানা যায় প্রায় একমাস আগে সৌদি আরবে একটি উঁচু ভবন থেকে লিফ্ট দুর্ঘটনায় পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় শাহ আলমের। নিহত শাহ আলমের লাশ সোমবার দুপুরে তার গ্রামের বাড়ীতে আসার পরই দেখা যায় এক হৃদয় বিদারক পরিস্থিতি। ছেলে হারা মা বাবা, ভাই হারা ভাইদের আর্থনাদে আকাশ বাতাশ ভারী হয়ে উটছিলো। পরে বিকেলেই স্থানীয় কোওর বাজার সংলগ্ন মাঠে নামাজে জানাজা শেষে দাফন করা হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ-আলম স্বপন, আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবাসী পরিষদের অন্যতম সমন্বয়ক সাংবাদিক মনজুর আহমেদ, ইউপি সদস্য আব্দুস শুকুর, আবুল খয়ের, রশিদ আলী, সাবেক সদস্য জামাল উদ্দিন, মাষ্টার মনজুর আহমেদ, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সহকারী সেক্রেটারি জেনারেল এম এ মান্নান প্রবাসী পরিষদের সমন্বয় কমিটির সদস্য আব্দুর রহমান, মোশাররফ হুসেন, সাংবাদিক, রাজনীতিবিদ ব্যাবসায়ী সহ সর্বস্তরের মানুষ।

শাহ আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হাফেজ আব্দুল মুবিন, সেক্রেটারি জেনারেল জনাব এম নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ পারভেজ, অর্থ সম্পাদক হানিফ উদ্দিন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নিয়াজ মুর্শেদ সৌদি আরব শাখার সভাপতি হাফিজ হেলাল আহমদ সহ সভাপতি জঈন উদ্দিন বাচ্চু, সেক্রেটারি মারুফ আল মাহবুব সহ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি ও সকল দেশীয় কমিটির নেতৃবৃন্দ। এদিকে মৃত দেহটি দেশে প্রেরন করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে গোয়াইনঘাট প্রবাসী পরিষদ এমন মন্তব্য বিশিষ্টজনের লাশটি দেশে পাঠাতে সার্বিক ভাবে কাজ করেছেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা আহমদ আলী, সৌদি আরব শাখার উপদেষ্টা মোহাম্মদ আলী, তাই প্রবাসী পরিষদের এমন সহযোগিতা সমাজ ও দেশের জন্য সত্যিই প্রশংসার দাবি রাখে। এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আমির উদ্দিন বলেন প্রবাসীদের এরকম বিপদ আপদের জন্যই আমাদের পথচালা আমার আমাদের নিজেদের কাজ মনে করে এগুলো করার চেষ্টা করি। সার্বিক সহযোগিতা জন্য সকল নেতৃবৃন্দ কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শাহ আলম এর পিতা ব্যবসায়ী নসির আহমদ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন


আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..