সিলেট ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেটে নিজের দায়ের করা মামলায় ফেঁেস গেলেন অলোচিত ভূমি খোকো সালেহ আহমদ চৌধূরী। তিনি সিলেট সদর উপজেলায় দলিল জালিয়াতি করে সম্পত্তি আত্মসাত ও মিথ্যা মামলা করে হয়রাণী করার অভিযোগ উঠেছে। রেজিস্টার বিহীন দলিল দিয়ে ভূমি জালিয়াতি করায় এর মূল হোতা সালেহ আহমদ চৌধূরী বিরুদ্ধে জালিয়াতি করে সম্পত্তি আত্মসাত ৬টি মামলা রয়েছে। এসকল মামলা থেকে রক্ষা পেতে ভূমি খেকো সালেহ আহমদ চৌধূরী ইউনুছ আলীর পক্ষে তিনি বাদি হয়ে ৯ জনকে আসামী করে মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্টেট আদালত সিলেটে একটি নাটকীয় মামলা দায়ের করেন যার নং – কোতয়ালী সি আর ৪০৪/২০১৭।
জানা যায়, সে দীর্ঘ দিন থেকে ভূমি খেকো সালেহ আহমদ চৌধূরী নিরুহ মানুষকে হয়রানী করে একের পর এক মিথ্যা মামলা ও দলিল জালিয়াতি করে আসছে। কিন্ত বিগত ২২ মার্চ ২০১৭ তারিখে এ মামলা দয়ের করে তিনি নিজে ফেসে গেলেন। মামলার পুলিশ প্রতিবেদনে উল্লেখ করেন বাদি পক্ষ কর্তৃক দাখিলকৃত ১৯৬১ সনের রেজিষ্ট্রারী বিহীন একখানা হস্তলিখিত দলিলের ফফোকপি পুলিশের নিকট উপস্থাপন করেন ভূমি খেকো সালেহ। উক্ত দলিল সম্পর্কে পুলিশী প্রতিবেদনে অনেক তদন্ত করার পর কোন ধরনের সত্যতা পাওয়া যায়নি।
আদালতে পাঠানো প্রতিবেদনে আরও উল্লেখ করেন যে এ মামলার বিবাদীদের বিরুদ্ধে কোন প্রকার সাক্ষ্য প্রমান না পাওয়া উক্ত মামলা থেকে বিবাদীদের অব্যাহতি দানের আদেশ প্রার্থনা করে আদালতে প্রতিবেদন দাখিল করেন মোঃ নুরুল আলম পুলিশ পরিদর্শক ( তদন্ত) সিলেট কোতয়ালী মডেল থানা।
উক্ত মামলার বাদি পক্ষ থেকে পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজী দিলে আদালত পিবি আইয়ের নিকট তদন্তের আদেশ প্রদান করেন । পরবর্তীতে পিবি আই তদন্ত থেকে জানা যায় বাদির দাখিলকৃত অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd