সিসিক নির্বাচনে চলছে মনোনয়ন পত্র বাছাই

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৮

সিসিক নির্বাচনে চলছে মনোনয়ন পত্র বাছাই

স্টাফ রিপোর্টার :: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের মনোনয়ন জমা দেয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হচ্ছে আজ রবিবার থেকে। আগামীকাল সোমবার পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ।

সিলেটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মধ্য থেকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত ৯ জন মনোনয়ন বাছাই করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। ৩০ জুলাই ভোট গ্রহণ হবে।

সিলেটে নয়জনকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের পর আপিল কর্তৃপক্ষ হিসেবে সহকারী বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করবেন।

গত ২৮ জুন ছিল সিসিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা প্রদানের শেষ দিন। এ দিনে মেয়র পদে অংশ গ্রহণের লক্ষ্যে ৯ জন, সংরক্ষিত আসনে নারী সদস্য হিসেবে ৬৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৩৭ জন মনোনয়ন পত্র জমা দেন।

এর আগে সংরক্ষিত আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৬৬ জন। এবং সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১৬৪ জন প্রার্থী।

সিলেট জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলাউদ্দীন সিলেটভিউ২৪ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল থেকে শুরু হয়েছে বাছাই কাজ। বিকাল ৫ টা পর্যন্ত চলবে। আগামীকাল সোমবার বিকাল ৫ টায় শেষ হবে বাছাই কাজ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..