সাংবাদিক ইদ্রিছ আলীর উপর হামলায় সাহেবের বাজারে প্রতিবাদ সভা

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৮

সাংবাদিক ইদ্রিছ আলীর উপর হামলায় সাহেবের বাজারে প্রতিবাদ সভা

সিলেট :: দৈনিক সংবাদ ও সিলেটভিউ২৪ডটকম’র নিজস্ব চিত্রসাংবাদিক ইদ্রিছ আলী কয়েকজন যুবকের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাহেবের বাজার এলাকা। রোববার রাতে ইদ্রিস আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করছে।

ইদ্রিস আলীর উপর হামলার পর থেকেই সাহেবের বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে আইনের আওতায় তুলে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ ইদ্রিস আলীর বর্তমান অবস্থার খোজখবর নেন।

প্রতিবাদ সভায় সাহেবের বাজারের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

এদিকে ইদ্রিস আলীর উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিলেট প্রেসক্লাব ও সাহেবের বাজার ব্যবসায়ী সমিতি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন


আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..