ক্রাইম সিলেট ডেস্ক : মধ্যপ্রাচ্য কুয়েত সফর’রত জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এম.পি’র প্রটেকশন অফিসার আব্দুর রহমান-কে সংর্বধনা দিয়েছে আঃলী যুবলীগ কুয়েত শাখা। বাংলাদেশ আঃলী যুবলীগ মধ্যপ্রাচ্য কুয়েত শাখা’র আয়োজনে স্থানীয় “আভিয়াত গুলশান হোটলে” গত বৃহস্পতিবার ২৮-০৬-১৮ইং তারিখে অনুষ্ঠিত সংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংর্বর্ধিত অতিথি আব্দুর রহমান। এছাড়াও সংগঠনের সভাপ্রতি ও সাধারণ সহ অনেকেই বক্তব্য রাখেন। সংর্বর্ধিত অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, প্রবাসের কর্মময় জীবনের শত ব্যাস্ততার পরও ব্যাতিক্রমি অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে আমাকে সংবর্ধনা দেওয়া’য় আমি মুগ্ধ।বিশেষ করে কুয়েত প্রবাসী কমিউনিটির অতিথি আপ্যায়ন ও স্বদেশ প্রেম সম্পন্ন অনান্য।