সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৮
ক্রাইম ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বিজিবি পুলিশের সামনে দিয়েই অবাধে অবৈধ ভাবে প্রবেশ করছে ভারতীয় গরু । বাংলাদেশের নিয়ে আসা এক গরু ব্যবসায়ী জানান, ভারতের সীমান্তের কাছে পর্যন্ত প্রথমে ট্রাকে করে গরু নিয়ে আসা হয়। সেখান থেকে কখনও গরুর হাত পা বেঁধে পাহাড় থেকে ছেড়ে দেয়া হয়। আবার কখনও বিছানাকান্দির নদীতে ভাসিয়ে দেয়া হয়।
বাংলাদেশের সীমান্তে প্রবেশের পর গরু গুলোকে তারা নৌকায় তুলে প্রথমে হাদারপার বাজারে নিয়ে যান। সেখান থেকে ট্রাক কিনবা পিকআপ ভ্যানে করে সিলেটসহ দেশের বিভিন্ন জেলা বিক্রীর জন্য নেয়া হয়।
তিনি আরো জানান, সব সময়ই এই সীমান্ত দিয়ে গরু প্রবেশ করে, সামনে কোরবানী ঈদ তাই এখন থেকেই অধিক পরিমানে গরু আনা শুরু হয়েছে। প্রতিদিনই অবৈধ ভাবে কয়েকশত গরু প্রবেশ করছে সীমান্ত দিয়ে।
গরু দেশে নিয়ে আসার সময় সীমান্তে বিএসএফ, বিজিবি, কিনবা পুলিশ যদি গরু আটক করলে ভারতীয় খাসিয়া ও বাংলাদেশের ক্ষমতাধারী লোকদের মারফরে সেগুলো ছাড়ানো হয়।
সরেজমিনে দেখা যায়, বিছনাকান্দি শত শত পর্যটক শীতল পানিতে গা ভাসিয়েছেন, অদুরেই দাড়িয়ে আছেন, পুলিশ ও বিজিবি সদস্যরা। কোন কিছুর তোয়াক্কা না করেই পুলিশ বিজিবির সামনে দিয়ে অবৈধ ভাবে গরু নিয়ে প্রবেশ করছেন কয়েকজন ব্যবসায়ী। সেখান থেকে নৌকায় করে নিয়ে যাচ্ছেন হাদারপাড় বাজারে।
এ দিকে নিরীহ অনেক মানুষের ফসলের জমির উপর দিয়ে অবৈধ ভাবে নিয়া আসা হয় এসব গরু। এসব ভারতীয় অবৈধ গরুর জন্য অনেকে জমিতে আবাধ করতে পারছেন না।প্রভাবশালী ঐ সব ব্যক্তির বিরুদ্ধে কেউ কথা বলছেন না। কিছু অসাধু বিজিবি সদস্য তাদের সহযোগিতা করছেন। আর যদি কেউ প্রতিবাদ ও করেন তাকে বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে।মিথ্যা মামলা পর্যন্ত দেওয়া হয়।এসব ক্ষেত্রে আমাদের আর সাবধান হতে হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd