জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে ভুমি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকার প্রভাবশালী চক্রের বিরুদ্ধে মামলা করে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে ২নং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রীর হাওড় গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে আবুল কালাম আজাদ’র পরিবার । স্থানীয় সূত্রে জানাযায়, এলাকার একটি প্রভাবশালী সঙ্গবদ্ধচক্র দীর্ঘদিন থেকে ওই নিরহী পরিবারের ভুমি জোরপূর্বক দখল করে পাথর রাখার ডাম্পিং ইয়ার্ড তৈরী করে সংশ্লিষ্ট ভুমির উপর পাথর সংরক্ষন করছে । ্এঘটনায় আবুল কালাম আজাদ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ৫এপ্রিল ২০১৮ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ ২৪ এপ্রিল সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন ,মামলা নং ১৪ ।মামলার আসামীরা হলেন, আসাম পাড়া গ্রামের মৃত আবুল করিম’র ছেলে বাবুল মিয়া, রহমান মেকারের ছেলে দুলাল মিয়া ,মৃত মুতলিব মিয়ার ছেলে আলী আহমদ,মৃত জলিল মিয়ার ছেলে সাব্বির আহমদ ও দুলাল আহমদ,আলী আহমদের ছেলে দুলাল মিয়া,ছাঈদ আলীর ছেলে সোলেমান আহমদ।সরেজমিন পরিদর্শনে জানাযায়,জৈন্তাপুর আসাম পাড়া মৌজা ৪ নং জে.এল,স্থিত ১৮নং এস.এ খতিয়ানের ৫৭ নং দাগে ২.৭০৯৫একর ভুমির দখল নিয়ে দীর্ঘ দিন থেকে আবুল কালাম আজাদ এবং আসামী বাবুল গংদের মধ্যে বিরোধ চলে আসছিল । এরই ধারাবাহিকতায় ১৫ জানুয়ারী ২০১৮ইং আবুল কালাম আজাদ নিজের রেকডীয় জমির দখল ও সীমানা নির্ধারনের জন্য জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) বরাবর একটি আবেদন করেন। সহকারী কমিশনার (ভুমি) মুনতাসির হাসান পলাশ, গত ৪ এপ্রিল ২০১৮ শুনানির জন্য উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন।পরবর্তীতে শুনানির তারিখ ধার্য করে সরকারী সার্ভেয়ারকে সরেজমিন তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীর আবেদনের পরিপেক্ষিতে ১৫ মে ২০১৮ জৈন্তাপুর ভুমি অফিসের সার্ভেয়ার রফিকুল ইসলাম বিরোধীয় জমির সীমানা নির্ধারন করে বিবাদীদের বিরুদ্ধে ভুমি দখলের অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আবুল কালাম আজাদের দাখিলকৃত ১৪/২০১৮ মামলাটি বিজ্ঞ আদালতে থাকা মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ভুমিতে সকল প্রকার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন আদালত। এতে আসামী বাবুল গংরা ক্ষিপ্ত হয়ে আদালতের নির্দেশ অমান্য করে উক্ত ভুমিতে নতুন করে আবারও পাথর সংরক্ষন করতে থাকে।এক পর্যায় আসামীদের পাথর সংরক্ষনে বাধা নিষেধ করলে, আবুল কালাম আজাদ কে প্রাণনাশের হুমকি দেয়। অবশেষে মামলার বাদী জীবনের নিরাপত্তার চেয়ে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি আবেদন করনে। আদালত জৈন্তাপুর মডেল থানার পুলিশকে নির্দেশ দেয়। আদলতের নির্দেশে জৈন্তাপুর মডেল থানার পুলিশ সংশ্লিষ্ট ভ’মির উপর ১৪৪ধারা জারী করে। ১৪৪ধারা উপেক্ষা করে ট্রাক যোগে পাথর ফেলে জায়গা দখল করছে।এব্যপারে আবুল কালাম আজাদ জানান, আমি দখলকারীদের বাঁধা প্রদান করলে তারা আমাকে হত্যা করার হুমকী দেয় প্রানের ভয়ে আমি বাড়ীতে চলে আসি। আমি নিরীহ মানুষ আসামীদের কাছে আমি শক্তিতে পেরে উঠেতে পারবনা। তাই আমি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতার পাশা-পাশি প্রশাসনের সহযোগীতা কামনা করছি। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. মাইনুল জাকির জানান, আমরা আদলতের নির্দেশে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ধারা জারী করেছি।
Sharing is caring!