সিলেট ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে ১০ জন সদস্য পদ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার মনোনয়নপত্র জমা দানের শেষ দিন তারা মনোনয়ন ফরম পূরণ করে উপজেলা সার্ভার স্টেশনে জমা দেন।
মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন- সাবেক সদস্য আহমদ আলী, শ্রী গোপাল শর্মা, আমির হোসেন, আক্তার হোসেন, জয়দুল ইসলাম, কামাল হোসেন, বাবুল ভুঁইয়া, ইব্রাহিম আলী, জহিরুল ইসলাম জহির, জয়নাল আবেদিনসহ ৯ জন সদস্য পদপ্রার্থী। ২৫ জুলাই এই ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইকরামুল হাসান জানান, পূর্ব জাফলং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে এ পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে উপজেলা নির্বাচন অফিস সব ধরণের ব্যবস্থা নিয়েছে।
উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে চলতি বছরের ৫ এপ্রিল নির্বাচিত ইউপি সদস্য লিটন মিয়া মারা গেলে ৪নং ওয়ার্ড নির্বাচিত জনপ্রতিনিধি শূন্য হয়ে পড়ে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd