সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮
সিলেট :: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান। বুধবার রাতে নগরীর পীরমহল্লায় ৭নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত বিভিন্ন মহল্লার মুরব্বিয়ান সহ নারী সমাজের সকলে একত্মাপোষণ করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সবার দোয়া নিয়ে ২৮ জুন বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার এবং তাঁর বাবা মরহুম আবুল হোসেন খানের কবর জিয়াত শেষে দুপুর ১টায় এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান সহকারে সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে সিলেট সিটি নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মুরাদ আহমদ হাওলাদার কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
উল্লেখ্য, কাউন্সিলর আফতাব হোসেন খান ৭নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় ব্যাপক উন্নয়নমূলক করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- জালালাবাদ আ/এ হতে নুরানী লাল সবুজ পর্যন্ত ড্রেইন নির্মাণ, নুরানী দিঘীরপার হতে নতুন মসজিদ পর্যন্ত রাস্তা প্রসস্থ ও ড্রেইন এবং রাস্তা পাকাকরণ। হাজীপাড়া সমস্ত এলাকার রাস্তা পাকা ও আরসিসি ড্রেইন নির্মাণ। উত্তরপীর মহল্লার সমস্ত রাস্তা পাকাকরণ ও দক্ষিণ পীর মহল্লার সংযোগ রাস্তার প্রসস্ত করণ। মালীনি ছড়া গার্ড ওয়াল নির্মাণ করণ। নুরানী ইসলামাবাদ জামে মসজিদের রাস্তা প্রসস্ত করণ। জালালাবাদ হইতে নুরানী পর্যন্ত পিলার সহ এলইডি লাইট স্থাপন করেছেন। এছাড়াও তিনি লন্ডনী রোড, হাজীপাড়া, জালালাবাদ এলাকায় পানির পাম্প ও নুরানী নতুন মসজিদ এলাকা থেকে সুবিদবাজার পর্যন্ত ছড়া প্রসস্ত করণ ও গার্ড ওয়াল নির্মাণ, ফাজিলচিস্ত রাস্তা প্রশস্ত করণ ও ছড়ার কাজ এখনও চলমান রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd