বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বিদ্যালয়ে যাওয়ার পথে ছিনতাইর শিকার হয়েছেন এক স্কুল শিক্ষিকা। আজ বুধবার সকাল প্রায় সাড়ে ৯টায় উপজেলার শাহজিরগাঁও সড়কের ভাঙ্গারপুল নামক স্থানে এঘটনাটি ঘটে। ছিনতাইকারীরা ওই স্কুল শিক্ষিকারে মারধর ও তার গলায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় সজ্ঞাহীণ অবস্থায় স্কুল শিক্ষিকাকে স্থানীয় লোকজনদের সহযোগীতায় বিদ্যালয়ে নিয়ে যান রিকশা চালক।
জানা গেছে, বুধবার সকাল প্রায় সাড়ে ৯টায় উপজেলার শাহজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছাহেলা বেগম রিকশায় করে প্রতিদিনের ন্যায় উপজেলা সদর থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে শাহজিরগাঁও সড়কের ভাঙ্গারপুল নামক স্থানে পৌঁছামাত্র পিছনদিক থেকে একটি মোটরসাইলে আসা দুই ছিনতাইকারী শিক্ষিকাকে বহকারী রিকশাটির গতিরোধ করে। এরপর শিক্ষিকার গলায় ছুরি ঠেকিয়ে ও মারধর করে তার হাতে থাকা স্বার্ণের বালা-কানের দুল, একটি মোবাইল ফোন ও ব্যানেটি ব্যাগে থাকা নগদ প্রায় ৫হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় ভয়ে ওই শিক্ষিকা সজ্ঞাহীন হয়ে পড়লে তাকে স্থানীয় লোকজনদের সহযোগীতায় বিদ্যালয়ে নিয়ে যান রিকশা চালক। খবর পেয়ে বিশ্বনাথ থানার এসআই কায়েমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়।
Sharing is caring!