সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম সিলেট ডটকম পত্রিকার নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবির অভিযোগ এনে কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল হোসেন।
তিনি (২৪ জুন) রোববার পত্রিকার ভবিষ্যৎ নিরাপত্তা ও চাঁদা আদায়কারীদের খুজে বের করে আইনের আওতায় আনতে থানায় এ ডায়েরী দায়ের করেন। যার নং ১৩৮৭।
সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন থেকে ক্রাইম সিলেট পত্রিকা সুনামের সাথে পরিচালিত হচ্ছে। সাপ্তাহিক এ পত্রিকা অনলাইনেও সাধারণ মানুষের মন জয় করেছে। কিন্তু পত্রিকার এ উন্নতি একটি কুচক্রি মহল মানতে পারছে না। পত্রিকার নামে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। বিভিন্ন মোবাইল নাম্বার থেকে বিভিন্ন ব্যাক্তিকে ক্রাইম সিলেট পত্রিকার নাম ভাঙ্গিয়ে ভয় দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনাও ঘটেছে। অজ্ঞাত এই ব্যাক্তিরা ধরাছোয়ার বাইরে থাকলেও তাদের অপরাধ কর্মকান্ড দিন দিন বেড়েই চলেছে। কখনও পত্রিকার নিউজ দেখিয়ে টাকা ও আবার কখনও পত্রিকার নামে টাকা আনছে এ কুচক্রি মহল। ক্রাইম সিলেট পত্রিকার সুনাম ক্ষুন্ন করতে সম্প্রতি একটি সাপ্তাহিক পত্রিকায়ও ক্রাইম সিলেটের নামে বিভিন্ন লেখালেখি করে। মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকা সংবাদ প্রকাশ করে। সংবাদের কোন ভিত্তি না থাকায় পত্রিকা কর্তৃপক্ষ উদ্বীগ্ন উৎকণ্ঠায় রয়েছেন। যে কোন মুহুর্তে এ কুচক্রি মহল তাদের স্বার্থ হাসিল করতে ও পত্রিকাটির সুনাম ক্ষুন্ন করতে বড় ধরণের কোন ক্ষতি করতে পারে। তাই পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল হোসেন পত্রিকাটির ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কোতোয়ালী মডেল থানায় এ জিডি করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd