জিডিতে তিনি উল্লেখ করেন, দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার কুচাই বড় গেইটের বাসিন্দা নিয়াজ উদ্দিন খুবই খারাপ ও উশৃঙ্খল প্রকৃতির লোক। তার নামে অত্র থানায় বিভিন্ন নারী নির্যাতন মামলা রয়েছে। মামলা সংক্রান্ত জের ধরে ও মামলা তুলে নেওয়ার জন্য নিয়াজ উদ্দিন হুসনা বেগমকে বিভিন্ন হুমকি ধমকি দিতে থাকে। সর্বশেষ গত ১৭ জুন রোববার রাত অনুমান সাড়ে ১০টায় হুসনা বেগমের বাসায় আসে নিয়াজ উদ্দিন ও তার সহযোগীরা। তখন হুসনা বেগম বাসায় না থাকায় তার মেয়ে সুমি আক্তারকে (১২) নিয়াজ উদ্দিন গংরা দরজা খুলতে বলে। কিন্তু সুমি আক্তার তাদের দেখে দরজা খুলতে ভয় পেলে তারা দরজা ভাঙ্গার চেষ্টা করে। এক পর্যায়ে সুমি বেগমকে তারা প্রাণ নাশের হুমকি দিয়ে যায়। হুসনা বেগম সহ তার বান্ধবী নাসিমা বেগম ও মেয়ে সুমি বেগমকে যে কোন সময় বড় ধরণের ক্ষতি ও হত্যা করার হুমকি দিয়ে যায়। হুসনা বেগম বর্তমানে নিরাপত্তাহীনতায় ভোগছেন। তাই ভবিষ্যৎ নিরাপত্তার জন্য দক্ষিণ সুরমা থানা এ সাধারণ ডায়েরী করেন হুসনা বেগম।