সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জুন ২১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : প্রথম বারের মত দেখা মুখমন্ডল ছিলো মেকা-আপ করা তাই নিজের স্ত্রীকে ভালো করে দেখতে পারেননি স্বামী। বিয়ের প্রায় ১ সপ্তাহ পরে বুঝতে পারলো ‘স্ত্রীর মুখে দাড়ি ও গলার স্বরও পুরুষের মতো। এই অভিযোগ এনে আদালতে তালাকের আবেদন করেছেন স্বামী। ভারতের আহমেদাবাদ শহরে এ ঘটনা ঘটেছে ।নারীর স্বামী অভিযোগে বলেন, ‘আমি যখন তাকে প্রথমবার দেখি তখন তার মুখে মেক-আপ ছিল। আর বিয়ের অনুষ্ঠানিকতা আমার শ্বশুরবাড়িতে করা হয়। সে সময় নেকাব পরা থাকায় বিয়ের আগ পর্যন্ত ওই নারীর মুখ দেখতে পারেননি বলে আরও অভিযোগ করেন তিনি।
ওই ব্যক্তি আরও বলেন, ‘স্ত্রীর সঙ্গে সাত দিন থাকার পর কাজের কারণে শহরের বাইরে যাই। তবে বাড়িতে কয়েকদিন পর ফেরার পর তার মুখে দাড়ি লক্ষ্য করি। এমনকি তার গলার স্বরও পুরুষের মতো উপলব্ধি করি।’টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, হরমোনজনিত সমস্যার কারণে তার গলার স্বর বদলে যাচ্ছে এবং মুখে দাড়ি বাড়ছে বলে আদালতে জানিয়েছেন ওই নারী। তবে এ সমস্যা সমাধানে চিকিৎসা নেওয়া যেতে পারে বলেও তিনি আরও জানান।বিয়ের সময় স্বামীকে যৌতুক নেওয়ার অভিযোগ উল্লেখ করে ওই নারী জানান, বিষয়টি নিয়ে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, ‘আমাকে বাড়ি থেকে বের করার জন্য মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।’এদিকে বিচ্ছেদের জন্য উপস্থাপিত অভিযোগগুলো যথোপযোগী নয় -মন্তব্য করে বিচারক তালাকের আবেদন বাতিল করেন। আদালতে বেশিরভাগ শুনানিতে উকিলসহ ওই নারীর স্বামী অনুপস্থিত ছিলেন বলেও এ সময় উল্লেখ করেন বিচারক।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd