সিটি কর্পোরেশন নির্বাচনে ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী : শফিকুল ইসলাম

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুন ২০, ২০১৮

সিটি কর্পোরেশন নির্বাচনে ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী : শফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার :: শফিকুল ইসলাম সিলেট নগরীর ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী,আগামী নির্বাচনে ১০নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে এলাকার সেবা করার দৃঢ় মনোবল ব্যক্ত করেছেন। এলাকার জনসাধারণ ও চায় শফিকুল ইসলাম কে কাউন্সিলর হিসাবে।
শফিকুল ইসলাম একজন তরুন সমাজ সেবক কোন দায়িত্ব না থেকেও এলাকায় অনেক উন্নয়ন কর্মকান্ডে অগ্রনি ভুমিকা পালন করছেন।
সব মানুষের প্রতিদ্বন্দ্বী থাকে কিন্তু শফিকু ইসলাম তিনি কাউকে শত্রু মনে করেন না। তিনি দুষ্টের দমন এবং শিষ্টের পালন করে থাকেন।
অপরাধীকে শাস্তি দেন বটে কিন্তু কাউকে অত্যাচার করেন না। তিনি মানুষকে ভালোবাসা জন্য এবং ক্ষমা করার জন্য সর্বদা ওছিলা তালাশ করতে থাকেন।
তিনি অহঙ্কার করেন না- তিনি মিথ্যেও বলেন না।ভোগবিলাস, আলস্য, সাজসজ্জার বাড়াবাড়ি, অপব্যয় এবং বেহিসেবি চালচলন সবসময় পরিহার করে চলেন। সত্য, সুন্দর এবং সাধারণত্ব দিয়ে নিজের জন্য স্বতন্ত্র একটি স্টাইল পয়দা করে থাকেন, যা তার অনুসারীরা যুগ-যুগান্তরে বয়ে নিয়ে যায় আদর্শের ধারক-বাহক এবং পরিচয়ের সত্তা হিসেবে। রাগান্বিত হন না- কারো বিরুদ্ধে অভিযোগ করেন না- কাউকে দায়ী করেন না এবং প্রকাশ্যে ভর্ৎসনা করেন না। তিনি কাউকে অপমান করেন না- কারো মনে বেদনার সৃষ্টি হয় এমন কিছু করেন না এবং কাউকে বদদোয়া দেননা। প্রফুল্লতা সবসময়ই প্রকাশ্যে হয়ে থাকে, যা তার অনুসারীদের মধ্যে ছড়িয়ে পড়ে সমান তালে। তার হাঁটা-চলা, চাহনি, কথাবার্তা, অঙ্গভঙ্গি সবকিছুর মধ্যে একটি ছন্দময় গতি এবং সুর লহরীর ঝঙ্কার থাকে। ফলে না চাইলেও মানুষ সবসময় তাকে পরিবেষ্টন করে রাখে নেতৃত্বের অমিয় সুধারস লাভের আশায়।

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী তারুণ্যের অহংকার এটিন বাংলা ইউ-কে এর সিলেট বিভাগীয় ব্যাুরো চীফ, সাপ্তাহিক` হলি সিলেট` পএিকার প্রকাশক ও সম্পাদক সিলেট ইমজা`র সদস্য বিশিষ্ট সাংবাদিক – সমাজসেবক, ও শিক্কানুরাগী এবং বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দীয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দীন সিরাজের আপন ছোট ভাই, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম সফি ১০ নং ওয়ার্ডের আওয়ামীলীগের দলীয় মনোনয়নের জন্য ফরম জমা দিয়েছেন, মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও এডিশনাল পি পি এড: শামসুল ইসলামের কাছে । শফিকুল ইসলাম ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন। এ ছাড়া তিনি ১০ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়জিত রাখতে চান।তিনি বলেন জনসেবা হচ্ছে ইবাদতের মত। তিনি অসহায় মানুষের কল্যানে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন। তিনি অারো বলেন জনগনের রায় নিয়ে বিজয়ী হলে ১০ নং ওয়ার্ডের গরীব ছাএছাএীদের বীনা বেতনে লেখাপড়া করার ব্যাবস্তা নিশ্চিত করা হবে। এ ছাড়া শিক্ষিত বেকারদের কর্মসংস্হানের ব্যবস্হা করা হবে বলে অভিমত ব্যাক্ত করেন। তিনি ওয়ার্ড বাসীর উদ্যোশে বলেন, কথায় নয় কাজ করে প্রমান করতে চাই ১০ নং ওয়ার্ডবাসীর উন্নয়ন। ১০ নং ওয়ার্ডকে জনগনের কাছে একটি জবাবদিহিতা মুলক ওয়ার্ডে বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..