সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে আগত পর্যটকদের সেবার মান বৃদ্ধির লক্ষে মেয়াদহীন ও নকল পণ্য মুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পাল’র নেতৃত্বে জাফলং ভিউ সংলগ্ন এলাকা থেকে মেয়াদহীন ও নকল পণ্য রাখার অপরাধে ৭ টি দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা এবং প্রায় লক্ষাধিক টাকার মালামাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. অাব্দুল জলিল, জাফলং ট্যুরিষ্ট পুলিশের অফিসার ইনচার্জ দেবাংশু কুমার দে, এস অাই ত্রিপন ও এ এস আই আবু সালেহসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন, জাফলংয়ে আগত পর্যটকরা যাতে কোন রকম মেয়াদ উক্তীর্ণ ও নকল পণ্য ক্রয় করে প্রতারিত না হয় সে দিক বিবেচনা করে আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd