সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৮
জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জে গত ১২ জুন হতে টানা বর্ষন এবং ভারতের মেঘালয় রাজ্য হতে নেমে আসা পাহাড়ী ঢলে সৃষ্ট আর্কস্মীক বন্যায় সুরমা ও কুশিয়ারা ডাইকের উপর দিয়ে প্রবল বেগে পানি ঢুকে অনেক বাড়িঘর ও ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত ইউনিয়ন গুলো হচ্ছে বারহাল,বারঠাকুরী, বীরশ্রী ও খলাছড়া।
বারহাল ইউপির চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদককে জানান, তার ইউনিয়নের সবকয়টি সুরমা ও কুশিয়ারা ডাইকের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রায় ৩০ টি গ্রামের ৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। খেতের উঠতি ফসল ও অনেক ফিসারী পানির নিচে তলিয়ে গেছে। উপজেলার বৃহত্তর হাট শাহগলী বাজারের অর্ধাংশ এখন পানির নিচে।
এছাড়া সিলেট-জকিগঞ্জ মেইন রোডের অনেক স্থানে পানি ছুঁইছুঁই করছে। এদিকে বারঠাকুরী ইউপির চেয়ারম্যান মহসিন মোর্তজা চৌধুরী টিপু জানান, তার ইউনিয়নের সুরমা ও কুশিয়ারা ডাইকের বিভিন্ন স্থান দিয়ে পানি প্রবাহিত হওয়ায় তার এলাকার প্রায় শতকরা ৬০ভাগ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ফসলি জমি ও ভিটামাটিতে পানি উঠায় জনগন দিশেহারা হয়ে পড়েছে।
জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার গতকাল রাতে বিভিন্ন বন্যা-কবলিত এলাকা পরিদর্শন করে এ প্রতিবেদককে জানান, বন্যা মারাতœক আকার ধারন করেছে। বিভিন্ন ডাইকের উপর দিয়ে পানি ঢুকে বিস্তৃন এলাকা প্লাবিত করেছে। তিনি জরুরী ভিত্তিতে বিহিত ব্যাবস্থা গ্রহনের জন্য পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্ঠি আকর্ষন করেন।
উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহের সাথে অদ্য সকালে যোগাযোগ করা হলে তিনি জানান, গত কয়েকদিনের অবিরাম বর্ষন ও পাহাড়ি ঢলে জকিগঞ্জের কয়েকটি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। তবে তিনি এ ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহনের জন্য সিলেটের জেলা প্রশাসককে অবহিত করেছেন বলে জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd