সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৮
নিজস্ব সংবাদদাতা : গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন মানব, সমাজ ও জনকল্যানই হোক গোয়াইনঘাট প্রবাসী পরিষদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্যে, যার মধ্যে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিহিত। আজ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত করে গোয়াইনঘাটের প্রতি দরধ এবং ভালবাসা দেখিয়েছে প্রবাসী পরিষদ এতে আমরা গোয়াইনঘাট বাসী কৃতজ্ঞ এবং উপজেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং ভবিষ্যতে এই পরিষদের কার্যক্রম যেন আর গতিশীল হয় এই প্রত্যাশা কামনা করছি। তিনি আজ গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে গোয়াইনঘাট বাসীর শ্রেষ্ঠ ও জন ভিত্তি নির্ভর সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ও কমিউনিটি নেতা লন্ডন প্রবাসী জনাব গোলাপ মিয়ার সভাপতিত্বে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এম এ মান্নান ও রুস্তূমপুর ইউনিয়ন কমিটির সদস্য সচিব মুশাররফ হোসাইন এর যৌথ প্রযোজনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও লেবানন প্রবাসী আব্দুল আহাদ বাবুল, কেন্দ্রীয় উপদেষ্টা ও ওমান প্রবাসী জনাব এম এ মালিক, কেন্দ্রীয় উপদেষ্টা ও বাহরাইন প্রবাসী আব্দুল আহাদ। এতে আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলীরগাওঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মনজুর আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মনজুর অাহমদ, সিনিয়র সহ সভাপতি মিনহাজ উদ্দিন, শিক্ষাবিদ আবুল হোসেন, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ কেন্দ্রীয় কমিটির সহকারী প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ যুব বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, সৌদি আরব শাখার উপদেষ্টা মতছির আলী মক্তই, গোয়াইনঘাট সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, মালয়েশিয়া শাখার উপদেষ্টা গিয়াস উদ্দিন, কুয়েত শাখার সহ সভাপতি আব্দুল হাকিম, সেক্রেটারি আরিফ আহমদ, অর্থ ইমাম উদ্দিন খান, সৌদি আরব শাখার সদস্য আবুল হোসেন, ইরাক শাখার সেক্রেটারি আলী হাসান,নুর মিয়া, কাজল মিয়া, সমন্বয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম,নজরুল ইসলাম, কাউসার আহমদ রাহাত, সমীর উদ্দিন, মুশাররফ হোসাইন প্রমুখ। সভাপতির বক্তব্য গোলাপ মিয়া বলেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ জনগণের সংগঠন এখানে সবাই সওয়াবের উদ্দেশ্য সাহায্য করতে পারেন, আপনারা সবাই ও এতে শরীক হতে পারেন। পরে সৌদি আরবে নিহত শাহ আলম এর মাগফিরাত কামনায় মোনাজাত পরিবেশন করেন মাওলানা নিজাম উদ্দিন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd